চিটাগাং ভাইকিংস থাকছে বিপিএলে

চিটাগাং ভাইকিংস থাকছে বিপিএলে

দু’পক্ষের সফল বৈঠকে অবশেষে বরফ গলেছে। ডিবিএল গ্রুপ জানিয়েছে, তারা আসন্ন বিপিএলে চিটাগাং ভাইকিংসের হয়ে দল গড়বে। একই সঙ্গে তারা গত আসরে নিজেদের চার ক্রিকেটারকেও ধরে রাখছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এ খবর নিশ্চিত করেছেন।

‘আলোচনার পর ডিবিএল গ্রুপ চিটাগাং ভাইকিংস ফ্র্যাঞ্চাইজিটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে আমাদের। এ কারণে এবারের আসরেও সাতটি ফ্র্যাঞ্চাইজি নিয়েই বিপিএল মাঠে গড়াবে।’ দু’দিন আগে হঠাৎ চিটাগাং ভাইকিংসের মালিকানা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বিসিবিকে জানিয়েছিল ডিবিএল গ্রুপ। তবে গতকাল তারা জানিয়েছেন, নিউজিল্যান্ডের লুক রনকি, জিম্বাবুয়ের সিকান্দার রাজা, আফগান অলরাউন্ডার নাজিব উল্লাহ জাদরানসহ বাংলাদেশের বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামকে এবারও চিটাগাংয়ের হয়েই খেলাবেন।

তবে গতবারের আইকন সৌম্য সরকারকে ছেড়ে দিয়েছে চিটাগাং ভাইকিংস। নতুন ‘এ’ প্লাস ক্যাটাগরি থেকে তারা পেতে যাচ্ছেন মুশফিকুর রহিমকে। কেননা সিলেট এরই মধ্যে ‘এ’ প্লাস ক্যাটাগরি থেকে মুস্তাফিজকে নেওয়ার সিদ্ধান্ত জানানোয় মুশফিককেই পাচ্ছে চিটাগাং ভাইকিংস। আসছে জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএল। তবে এবারও থাকছে না দক্ষিণের দল বরিশাল বুলস।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment