ইতালি দলে জায়গা পেলেন না বালোতেল্লি

আগামী ১০ অক্টোবর জেনোয়াতে ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচ ও চারদিন পর পোল্যান্ডের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচের মাঠে নামবে ইতালি।  আর তারই জের ধরে দীর্ঘ তিন বছর পরে জাতীয় দলে ডাক পেয়েছেন টরেন্টো এফসির ফরোয়ার্ড সেবাস্টিয়ান গিওভিনচো। তবে জায়গা হয়নি তারকা স্ট্রাইকার মারিও বালোতেল্লির।

৩১ বছর বয়সী গিওভিনচো জাতীয় দলের হয়ে ২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৫ সালের অক্টোবরের পরে আর কোন আন্তর্জাতিক ম্যাচে অংশ নেননি তিনি। ইউরো ২০১৬’র বাছাইপর্বে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ী ম্যাচটিতে গিওভিনচো বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন।

এদিকে, লিগ ওয়ানের এবারের মৌসুমটা মোটেই ভালভাবে শুরু হয়নি নাইস স্ট্রাইকা বালোতেল্লির। সে কারণেই জাতীয় দলে এবারের দলটিতে তার জায়গা হয়নি।

স্কোয়াড:
গোলরক্ষক: এ্যালেসিও ক্রাগনো, গিয়নলুইগি ডোনারুমা, মাত্তিয়া পেরিন, সালভাতো সিরিগু।
ডিফেন্ডার: ক্রিস্টিয়ানো বিরাগি, ফ্রান্সেকো আকারবি, লিওনার্দো বনুচ্চি, গিওর্গিও চিয়েলিনি, ডোমেনিকো ক্রিসসিটো, ডানিলো ডি’আমব্রোসিও, এমারসন পালমিয়েরি, আলেসান্দ্রো ফ্লোরেনজি, এ্যালেসিও রোমাগনোলি।
মিডফিল্ডার: নিকোলো বারেলা, ফেডেরিকো বারনাডরেশি, গিয়াকোমো বোনাভেঞ্চুরা, রবার্তো গাগলিয়ারদিনি, জর্জিনহো, লোরেঞ্জো পেলেগ্রিনি, মার্কো ভেরাত্তি।
ফরোয়ার্ড: গিয়ানলুকা কাপরারি, ডোমেনিকো বেরাডি, ফেডেরিকো চেইসা, প্যাট্রিক কাটরোন, সেবাস্টিয়ান গিওভিনচো, সিরো ইমোবিলে, লোরেঞ্জে ইনসিগনে, সিমোনে জাজা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment