‘রায়ে সাজাপ্রাপ্তদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে’

‘রায়ে সাজাপ্রাপ্তদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে’

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে দোষীরা যারা বিদেশে পালিয়ে আছেন তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১০ অক্টোবর) সচিবালয়ে নিজ কক্ষে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। দেশে বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এখানে ন্যায় বিচার হয়। যারা নাকি এই ধরনের জঘন্য কর্ম করবে তাদের বিচার হবে। বিচারের রায়ে যথাযথ ভাবে বিজ্ঞ আইনজীবীরা তুলে ধরেছেন এবং বিচারকরা সঠিক ভাবে রায় দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘যারা সেই সময়ের পুলিশের ডিউটিতে ছিলেন এবং বিভিন্ন সংস্থায় ছিলেন তাদের নামও বিচারের তালিকায় এসেছে। কেউ তাদের দায়িত্ব অবহেলা করতে পারবে না। যারা বিদেশে পালিয়ে আছে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে। এবং রায় তাড়াতাড়ি কার্যকর হবে বলে বিশ্বাস করি।’

বুধবার(১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করেন বিচারক শাহেদ নূর উদ্দিন।

রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও হারিছ চৌধুরী সহ  ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  আরো ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment