‘তারেক রহমান দেশে ফিরলে আমরা আপিল করবো’

‘তারেক রহমান দেশে ফিরলে আমরা আপিল করবো’

২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে তারেক রহমানসহ বিএনপির নেতারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে জানিয়েছেন মামলার আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া।

https://www.youtube.com/watch?v=vT0glgr46-M

বুধবার (১০ অক্টোবর) ঢাকার নাজীমুদ্দিন রোডের অস্থায়ী কারাগারে সামনে এ কথা বলেন তিনি।

সানাউল্লাহ মিয়া আরো বলেন, ‘এখানে তারেক রহমানসহ বিএনপির যে নেতাকর্মীরা এই মামলার আসামি হাওয়া ভবন এবং আব্দুস সালাম পিন্টুর বাসায় কোনো ষড়যন্ত্র হয়নি। কেউ এই মামলায় এই বিষয়ে সাক্ষ্য দেয়নি। আমরা ন্যায় বিচার পাইনি। মুফতি হান্নানকে ৪শ’ দিন রিমান্ডে রেখে যে জবানবন্দী নেয়া হয়েছে। সেই জবানবন্দীও তিনি প্রত্যাহার করেছেন। তিনি বলেছেন তারেক রহমানের সঙ্গে এবং বিএনপির নেতাদের সঙ্গে তার কোনো দিন দেখায় হয়নি।’

তিনি আরো বলেন, ‘অথচ আজকে অন্যায়ভাবে তারেক রহমানকে যাবজ্জীবন শাস্তি দেয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীদের অন্যায়ভাবে ফাঁসি দেয়া হয়েছে। তারেক রহমান যখন বাংলাদেশে ফিরে আসবে তখন আমরা অবশ্যই এই মামলার আপিল করবো।’

https://www.youtube.com/watch?v=F0i0p3Wdwgc&t=20s

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment