বল করলেই গলা থেকে রক্ত বেরোচ্ছে এই অজি ক্রিকেটারের!‌

বল করলেই গলা থেকে রক্ত বেরোচ্ছে এই অজি ক্রিকেটারের!‌

অস্ট্রেলিয়ার ক্রিকেটার জন হেস্টিংস অসুস্থতার জন্য ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিলেন। গত তিন-চারমাস ধরেই হেস্টিংসের কফির সঙ্গে রক্ত পড়ছে। অবস্থা বেশ গুরুতর। তাই ডাক্তারদের পরামর্শ নিয়েই ক্রিকেট থেকে সাময়িক সরে দাঁড়ালেন তিনি।

হেস্টিংস বলেছেন, ‘‌গত তিন-চারমাস ধরেই এই সমস্যায় ভুগছি। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সবচেয়ে বড় কথা, যখনই বল করার চেষ্টা করছি। তখনই কাশি পাচ্ছে। সঙ্গে রক্ত পড়ছে। আমার কি হয়েছে তা নিজেও জানি না। এইবছর হয়ত আর খেলতে পারব না। সুস্থ না হয়ে মাঠেও ফিরছি না।’‌

চিন্তিত হেস্টিংস এরপরই যোগ করলেন, ‘‌খুব ভয় করছে। আমার কেরিয়ার জুড়ে রয়েছে শুধু ক্রিকেট। কিন্তু অসুস্থতার জন্য বলই করতে পারছি না।’‌

খুব দ্রুত ওয়ানডে এবং চারদিনের ম্যাচ থেকে অবসর নিয়েছেন হেস্টিংস। তাঁর কারণ কী?‌ হেস্টিংস জানালেন, ‘‌গোটা বিশ্বে ক্রিকেট খেলে বেড়ানোই লক্ষ্য আমার। সেকারণেই এই সিদ্ধান্তটা নিয়েছি। কিন্তু এই মুহূর্তে অলৌকিক কিছু না ঘটলে বলটাও হয়ত করতে পারব না।’‌

উল্লেখ্য, হেস্টিংস একসময় বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের অধিনায়ক ছিলেন। গত মে মাসেই সিডনি সিক্সার্সে সই করেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্ট এবং ২৯টি ওয়ানডে খেলেছেন হেস্টিংস। আইপিএলে কলকাতা ও চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment