পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।।

 মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।

“কমাতে হলে সম্পদের ক্ষতি বাড়াতে হবে দুর্যোগ পূর্ব প্রস্ততি” এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনসভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী আফিসার তানভীর রহমান’র সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার বক্তব্য রাখেন। সভা শেষে ফায়ার সার্ভিস কর্মীদের অগ্নি নির্বাপক এক মহড়া প্রদর্শন করা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন ওয়ার্ল্ড কনসার্ণ বাংলাদেশ’র উপপজেলা প্রোজেক্ট কর্মকর্তা জেমস্ রাজিব বিশ্বাষ। এ সময় বেসরকারি উন্নয়ন সংস্থা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment