মামলার স্বাক্ষীদের হত্যার হুমকি

আবু হানিফ, বাগেরহাট অফিস :

বাগেরহাটের শরণখোলায় জমি জমা সংক্রান্ত বিরোধের মামলার স্বাক্ষীদের হত্যার হুমকি দিয়েছে আসামী পক্ষ। প্রাণ ভয়ে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মামলার স্বাক্ষীরা। ঘটনা ও মামলার নথি সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়ার বাসিন্দা আঃ গফ্ধসঢ়;ফার খলিফার সঙ্গে একই গ্রামের বাসিন্দা সগির খলিফা, ছালাম খলিফা ও মান্নান খলিফার সঙ্গে দীর্ঘ বছর যাবত জমি জমা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের সূত্রে চলতি বছরের ১৮ জানুয়ারী আঃ গফ্ধসঢ়;ফার খলিফা বাদী হয়ে সগির খলিফা, ছালাম খলিফা ও মান্নান খলিফাকে আসামী করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত, বাগেরহাটে একটি মামলা দায়ের করেন। পরবর্র্র্তীতে মামলার বাদী এবং স্বাক্ষীরা আসামীদের ভয়ে নিজ নিজ ঘর বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করতে থাকে এবং প্রাণ ভয়ে পালিয়ে বেড়ায়। ক্ষিপ্ত আসামীরা বাদী এবং স্বাক্ষীদের ঘর বাড়ি লুট, ভাংচুর সহ বসত ভিটার বিভিন্ন প্রকার গাছপালা কাটিয়া নিয়া যায়। আদালত কর্তৃক নির্দেশনায় উক্ত মামলার তদন্ত থানা পুলিশ করলেও মামলার পুনঃতদন্ত বাগেরহাট ডি.বি পুলিশকে দেয়া হয়। আদালতের নির্দেশে বাগেরহাট ডি.বি. পুলিশের তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম গত ৫ অক্টোবর ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং ফৌঃ কার্যবিধি আইনের ১৬১ ধারায় সকল স্বাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করেন। এতে আসামীরা আরো ক্ষিপ্ত হয়ে মামলার স্বাক্ষী খাদিজা আক্তার, আনোয়ার খলিফা, ফিরোজ খলিফা, রশিদ মৃধা সহ সকল স্বাক্ষীদের গত ১০ অক্টোবর পৃথক পৃথক ডেকে বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ হত্যার হুমকি দেয়। স্বাক্ষীদের জান মালের নিরাপত্তার স্বার্থে মামলার বাদী আঃ গফ্ধসঢ়;ফার খলিফা বাদী হয়ে গত ১১ অক্টোবর শরণখোলা থানায় একটি সাধারণ ডায়রী করেন, ডায়রী নং- ৩৬৮।##

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment