দোহার ও নবাবগঞ্জে শান্তির সুবাতাস বইছে -অ্যাড. সালমা ইসলাম এমপি

দোহার ও নবাবগঞ্জে শান্তির সুবাতাস বইছে -অ্যাড. সালমা ইসলাম এমপি


দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলাম বলেছেন, বর্তমান সরকারের আমলে দোহার ও নবাবগঞ্জে শান্তির সুবাতাস বইছে। বিগত সময়ের মতো জমি, বাড়ি দখলের ঘটনা এখন আর নেই। সন্ত্রাসী কর্মকান্ড করেও কেউ রেহাই পায় না।
সোমবার দুপুর ১টায় ঢাকার নবাবগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজারীদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ কালে তিনি এসব কথা বলেন। আব্দুল ওয়াছেক মিলনায়তনে উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।
সাংসদ সালমা ইসলাম বলেন, দোহার ও নবাবগঞ্জ উপজেলায় কেউ যেন ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বিনষ্ট করতে না পারে এ বিষয়ে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে।
এসময় তিনি উপজেলার ১৭০টি পূজামন্ডপের পূজারীদের প্রত্যেকের হাতে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৩ হাজার টাকা করে ও সরকারী অনুদান হিসেবে ৫শ’ কেজি চাল বিতরণ করেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন- ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা প্রকল্প কর্মকর্তা হাবিবুল্লাহ মিয়া, নবাবগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিতাই চাঁদ তালুকদার, ইউপি চেয়াম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, মো. আবেদ হোসেন, হাজী ইব্রাহিম খলিল, তপন মোল্লা প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment