রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি।।
রাউজানের এয়াছিন নগরে মহিলা মাহফিলে আলহাজ্বা কুসুম আক্তার ভান্ডারী বলেছেন সত্যিকার আওলিয়ায়ে কেরামদের সান্নিধ্যেই মানুষকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। আওলিয়ায়ে কেরামগণ হলেন আল্লাহর প্রতিনিধি, তাদের ছোহবতে গেলে বেনামাজি নামাজি হয়, হালাল হারাম বেছে চলতে পারে। তাই তাদের সান্নিধ্যে থাকার গুরুত্ব অপরিসীম । ২৫ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এয়াছিন নগর শাখার উদ্যোগে আবদুল খালেক সওদাগরের বাসভবনে পার্থিব জীবনে আওলিয়ায়ে কেমরাদের সান্নিধ্যের প্রয়োজনীয়তা শীর্ষক মহিলা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপিকা সৈয়দ রেহানা আফরোজার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন তাহসিনা সুলতানা এনি, আংকুরা বেগম। উপস্থিত ছিলেন ইয়াছমিন আক্তার, দিলু আরা বেগম, রুনি আক্তার, মিলি আক্তার, নাজমা, ইবা, আসমা, রুজি প্রমূখ।