বিপিএলের প্লেয়ার ড্রাফটে ৩৭৩ জন বিদেশি

বিপিএলের প্লেয়ার ড্রাফটে ৩৭৩ জন বিদেশি

বিপিএলের আগামী আসরের জন্য বিদেশি খেলোয়াড়ের প্লেয়ার ড্রাফট করা হয়েছে। তাতে বিদেশি ৩৭৩ জন খেলোয়াড়ের একটি তালিকা করেছে বিপিএল কতৃপক্ষ। ড্রাফটে নাম থাকা খেলোয়াড়দের আবার ভাগ করা হয়েছে সাতটি ক্যাটাগরিতে। তাদেরকে ভাগ করা হয়েছে ‘এ+’ থেকে ‘এফ’ ক্যাটাগরি পর্যন্ত। প্লেয়ার ড্রাফটে সবচেয়ে বেশি নাম ইংল্যান্ডের ক্রিকেটারের। এরপর আছে পাকিস্তানের ক্রিকেটার।

আগামী জানুয়ারিতে বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে দেশি এবং বিদেশ প্লেয়ারদের একটি ড্রাফট করা হয়েছে। এরপর ঠিক করা হয়েছে ক্যাটাগরি। ওই ক্যাটাগরি অনুযায়ী খেলোয়াড়দের দাম নির্ধারণ করা হবে। এরপর নিলাম থেকে দলগুলো খেলোয়াড় ডেকে নেবে।

বিদেশি ক্রিকেটারদের ড্রাফট অনুযায়ী, ইংল্যান্ড থেকে ৮৬ জন ক্রিকেটারকে তালিকায় রাখা হয়েছে। পাকিস্তান থেকে আছেন ৭২ জন ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ থেকে ৫৬ জন এবং শ্রীলংকা থেকে ৫৫ জন ক্রিকেটার আছেন ড্রাফটে। এছাড়া আফগানিস্তান থেকে ২০ জন এবং দক্ষিণ আফ্রিকা থেকে ড্রাফটে আছেন ১৮ জন ক্রিকেটার। জিম্বাবুয়ে থেকে ১৫ এবং আয়ারল্যান্ড থেকে ১০ জন ক্রিকেটার আছেন ড্রাফটে।

বিপিএলের প্লেয়ার ড্রাফটে থাকা বিদেশি খেলোয়াড়দের মধ্যে ২০৪ জনই আছেন ‘এফ’ গ্রুপে। বাকি ১৬৯ জনকে রাখা হয়েছে অন্য ছয় গ্রুপে। তাদের মধ্যে মাত্র ৩ জন আছেন ‘এ+’ ক্যাটাগরিতে। ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে যথাক্রমে রাখা হয়েছে ৫ জন ও ১১ জন ক্রিকেটারকে। ক্যাটাগরি ‘সি’ ও ‘ডি’তে আছেন ১৫ জন ও ৫২ জন ক্রিকেটার। এছাড়া ক্যাটাগরি ‘ই’তে আছেন ৮৩ জন ক্রিকেটার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment