নাটোরে পুলিশি বাধায় পন্ড যুবদলের র‌্যালি

নাহিদ হোসেন, নাটোর

নাটোরে যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের হওয়া র‌্যালী পন্ড করেছে পুলিশ। জেলা যুবদলের আয়োজনে শনিবার সকাল ১০টার দিকে শহরের আলাইপুরস্থ দলের অস্থায়ী কার্যালয় থেকে তারা একটি র‌্যালী বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়। বাধা পেয়ে নেতা কর্মীরা দলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক আমিনুল হক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ দলের নেতা-কর্মীরা। এ সময় বক্তারা এ সরকারের পদত্যাগ দাবী করে। পদত্যাগ না করলে দুর্বার আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে বলে ঘোষণা দেয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment