মাদারীপুরে শিকদার ট্রান্সপোর্টের মালিদের হাতুড়িপেটায় মারাত্মক জখম: আহত ৪

 মোঃ ইব্রাহীম,মাদারীপুর প্রতিনিধি।

ট্রান্সপোর্টের কাজে ব্যবহারিত কভাটভ্যান রাস্তায় দাড় করিয়ে রাখায় ক্ষিপ্ত হয়ে শিকদার ট্রান্সপোর্টের মালিক দেলোয়ার হোসেন শিকদার ও তার ভাই ট্রাক মালিক আনোয়ার হোসেন শিকদারকে হাতুড়িপেটা করে মারাত্মক জখম করেছে এক হার্ডওয়াক দোকানদার। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মাদারীপুর শহরের পুরান বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এতে আরো অন্তত ৪ জন আহত হয়েছে। ভূক্তভোগি পরিবার ও এলাকাবাসী জানান, শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকার ইউসুফ মোল্লা ফিলিং স্টেশনের পূর্ব পাশে শিকদার ট্রান্সপোর্টের কাজে ব্যবহারিত একটি কভাটভ্যান রাখা ছিল। তার পিছনে ‘হাওলাদার হার্ডওয়াক’ নামে একটি দোকান থাকায় দোকানের মালিক সবুজ হাওলাদার ক্ষিপ্ত হয়। এতে ট্রান্সপোর্টের মালিক দেলোয়ার শিকদার ও তার ভাই আনোয়ার শিকদার সবুজকে বুঝিয়ে বলার চেষ্টা করে। কিন্তু তাতেও সবুজ শান্ত না হয়ে তার দোকানে থাকা হাতুড়ি দিয়ে এলোপাথারি পিটাতে থাকে। এক পর্যায়ে সবুজের বাড়ি ওই এলাকায় হওয়ায় তার সমর্থিক লোকজন এসে তারাও পিটাতে অংশ নেয়। এতে তুরান মটরর্সের মালিক জহির হাওলাদার, কভাটভানে চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন এসে আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। হামলাকারী সবুজ হাওলাদার শহরের বাগেরপাড় এলাকার সৈয়াদালি হাওলাদারের ছেলে। ট্রান্সপোর্টের আরেক মালিক ও আহতদের বড় ভাই দুলাল শিকদার জানান, ‘আমাদের পরিবারিক ট্রান্সপোর্টের ব্যবসা থাকায় ওরা ক্ষিপ্ত হয়ে আমার ভাইসহ অন্যদের হামলা করেছে। এই কভাটভানে থাকা দেড় লক্ষ টাকা নিয়ে গেছে হামলাকারিরা। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’ এব্যাপারে সদর থানার ওসি কামরুল হাসান জানান, ‘ঘটনা শুনে পুলিশ হাসপাতালে দিয়ে আহতদের খোঁজ খবর নিয়েছে। এই ঘটনায় আহতরা মামলা করলে দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment