কেরানীগঞ্জে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

 মোঃঅহেদুল ইসলাম, (কেরানীগঞ্জ):

 গতকাল (২৭) অক্টোবর প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন পঠন ও লিখন শৈলী বৃদ্ধিকরণ মিড ডে মিল বাস্তবায়ন সহ কয়েকটি বিষয়ে ১২৮ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদেরকে নিয়ে আনোয়ারা ম্যাজিক আইসল্যান্ড পার্কে কেরানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিস কর্তৃক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রতিটি বিদ্যালয়ের শিশুরা যেন টিফিনে বাড়ীতে তৈরি খাবার নিয়ে আসে বাইরের খাবার না খাই, প্রতিদিন অন্তত একটি করে ইংরেজি ও বাংলা শব্দ লিখে আসে ইত্যাদি বিষয়ে ব্যাপক আলোচনা হয় ।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইন্দু ভূষণ দেব বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগ। বিশেষ অতিথির মধ্যে ছিলেন জনাব আলেয়া ফেরদৌসী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। জনাব সাখাওয়াত খুরশোদ সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।জনাব মাজেদা সুলতানা কেরানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার। আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব ফারজানা শেলী,পলিরানী সরকার, মোঃ জিয়াউর রহমান, ঝর্না রানী পাল, আম্বিয়া খাতুন, মোঃ আখলাসুর এরশেদ । কেরানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার জনাব মাজেদা সুলতানার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment