সাতারার ঢাকা টেস্ট শেষ

সাতারার ঢাকা টেস্ট শেষ

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে খারাপ খবর পেয়েছে জিম্বাবুয়ে। দিনের শুরুর দিকে চোট পান জিম্বাবুয়ে পেসার টেন্ডি সাতারা। এরপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। তার পায়ের মাংসপেশীতে দ্বিতীয় গ্রেডের ইনজুরি ধরা পড়েছে। ঢাকা টেস্টে তিনি আর মাঠে নামতে পারবেন না।

ডানহাতি এই পেসার বল করার সময় তার বাম পায়ের উরুর মাংসপেশীতে ব্যথা পান। এরপর মাঠে লুটিয়ে পড়েন ব্যথায়। তিনি জিম্বাবুয়ের হয়ে সিলেট টেস্টে জয়ের ম্যাচে দারুণ বোলিং করেন। ১৯ ওভার হাত ঘুরিয়ে ৩ উইকেট নেন ওই টেস্টে। প্রথম ইনিংসে ধসিয়ে দেওয়ার কাজটা মূলত করেন তিনিই। দ্বিতীয় টেস্টে দারুণ ব্যাট করতে থাকা মুমিনুলকে ফেরার সাতারা।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ ব্যাট করছে। প্রথম ইনিংসে এরই মধ্যে বাংলাদেশ বড় সংগ্রহ পেয়ে গেছে। এছাড়া সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যান। এমন সময় একজন কম পেসার নিয়ে খেলা এবং ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে হ্যামিলটন মাসাকাদজার দলের জন্য।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment