মাহমুদউল্লাহর সঙ্গে সেজদায় পড়লেন মিরাজও

দীর্ঘ আট বছর পর টেস্টে সেঞ্চুরির পর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় সেজদায় পড়ে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ রিয়াদের এ সেজদায় সঙ্গ দিলেন মেহেদী হাসান মিরাজ।

বুধবার (১৪ নভেম্বর) জিম্বাবুয়ের সঙ্গে ঢাকা টেস্টের শেষ দিনে নিজের সেঞ্চুরি পূরণের পর সেজদায় পড়ে যান মাহমুদউল্লাহ। ক্রিকেট বিশ্বে এটি খুবই চেনা এক চিত্র। তবে মাহমুদউল্লাহর সাথে মিরাজ যেভাবে সেজদায় পড়ে গেলেন তা ক্রিকেট ইতিহাসে নতুন ঘটনাই বটে।

প্রথম ইনিংসে ২১৮ রানের লিড নেয়ার পরে দ্বিতীয় ইনিংসে মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ২২৪ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের ৫৪তম ওভারের শেষ বলে দুই রান নিয়েই নিজের সেঞ্চুরি পূরণ করেন মাহমুদউল্লাহ।

সেঞ্চুরির পর গ্লাভস ও হেলমেট খুলে সেজদা দেন মাহমুদউল্লাহ। তখন পাশেই দাঁড়ানো ছিলেন মিরাজ; তিনিও পড়ে গেলেন সেজদায়। ঢাকা টেস্টে মুশফিকুর রহীমের ডাবল সেঞ্চুরির সময়েও তাঁকে মাঠে সঙ্গ দিয়েছেস মিরাজ। তখন মুশফিকের সেজদা চেয়ে চেয়ে দেখলেও এবার আর নিজেকে ধরে রাখতে পারেন নি এই অলরাউন্ডার।

মাহমুদইল্লাহর সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২১৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৫৪ ওভারে ৬ উইকেটে ২২৪ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতেই টাইগারদের লিড বেড়ে হয়েছে ৪৪২ রান। জিততে হলে জিম্বাবুয়ের প্রয়োজন ৪৪৩ রান।

জিম্বাবুয়ে ৪৪৩ রান তাড়া করতে গিয়ে ইতোমধ্যেই দুই উইকেট হারিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ ওভার শেষে ৭০ রান সংগ্রহ করেছে তারা।

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment