ত্বকের কালচে ভাব দূর করবেন যেভাবে

রোদে পুড়ে কিংবা নানা কারণেই ত্বক কালচে হয়ে যেতে পারে। এটি ত্বকের অন্যতম প্রধান সমস্যা। ত্বক যত তৈলাক্ত হবে, ত্বক তত বেশি কালচে হয়ে যাবে। ত্বকের এ কালচে ভাব দূর করতে কত চেষ্টাই না করি, তবুও কালচে ভাব দূর হয়না। ত্বকের কালচে ভাব দূর করতে প্যাক বানিয়ে নিন, যা দূর্দান্ত কাজ করবে।

যা যা লাগবে:  ১.পাকা কলা ১টি।

২. লেবুর রস ২ চা চামচ।

৩. মধু ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন: প্রথমে কলার খোসা ছাড়িয়ে ভাল করে পিষে নিন বা চটকে নিন। এর পর এর সঙ্গে মধু ও লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন।

ব্যবহারবিধি: পেস্টটি গোটা ত্বকে ভাল করে লাগিয়ে নিন। মুখ ও গলার ত্বকেও ভাল করে লাগাবেন। ১৫ মিনিট এ ভাবেই রেখে দিন। এর পর মুখ ভাল করে ধুয়ে একটি তোয়ালে দিয়ে চেপে চেপে ত্বক শুকিয়ে নিন। তবে তোয়ালে দিয়ে মুখ ঘষবেন না। চেপে ধরে জল শুকিয়ে নিন।

ভাল ফলাফল পেতে প্যাকটি সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করুন।

প্যাকটি কেন উপকারী: ১. কলা তৈলাক্ত ত্বকের জন্য অনেক বেশি কার্যকরী। এটি ত্বকের কমলতাও বৃদ্ধি করতে সহায়তা করে।

২. লেবুর রস ত্বকের তেলতেল ভাব দূর করতে সহায়তা করে এবং ত্বকের উজ্জলতাও বৃদ্ধি                                            করে।

৩. মধু একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের ব্রণের সমস্যা দূর করে এবং ত্বককে                                                প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment