রাজৈর উপজেলা ভিক্ষুকমুক্ত হল  ।

মোঃ ইব্রাহীম মাদারীপুর প্রতিনিধি: 
পূনর্বাসনের মধ্য দিয়ে  মাদারীপুরের রাজৈর উপজেলা ভিক্ষুক মুক্ত হতে শুরু করল। এখন থেকে আর কেউ সকালে ঘুম থেকে উঠেই ভিক্ষার ঝুলি  নিয়ে বাড়ী বাড়ী ঘুরে ভিক্ষা করবে না বলে অঙ্গিকার করছেন পুনর্বাসিত ভিক্ষুকরা।  শনিবার মাদারীপুরের রাজৈর উপজেলার আসমত আলী খান অডিটরিয়ামে  অনুদান বিতরণের মাধ্যমে  রাজৈর উপজেলার ৬টি ইউনিয়নের ভিক্ষুকদেরকে পূনর্বাসিত করা হলো।  বাকী ৫টি ইউনিয়ন ও পৌর এলাকার ভিক্ষুকদেরও অচিরেই পূনর্বাসন করা হবে।   এসময়    ইউএনও সোহানা নাসরিনের সভাপতিত্বে   প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম বলেন, সরকার  সরকারী কর্মকর্তা-কর্মচারিদের একদিনের বেতন নিয়ে  তহবিল গঠন করে আজ সেই টাকা দিয়ে ভিক্ষুক পূনর্বাসন করছে। শুধু তাই-ই নয়, যার জায়গা আছে ঘর নেই তাদের ঘর এবং যাদের জায়গা ও ঘর কোনটাই নেই তাদেরকে খাস জায়গায় গুচ্ছগ্রাম নির্মান করে ঘর বরাদ্ধ দিয়ে  পূনর্বাসন করা হবে। এছাড়াও  তাদেরকে প্রতিষ্ঠিত করতে প্রয়োজন হলে ঋৃন দেয়া হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, পৌর মেয়র শামীম নেওয়াজ , বাজিতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম হাওলাদার। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। শেষে তালিকাভুক্ত প্রত্যেক ভিক্ষুককে ১৫ হাজার করে টাকা দেয়া হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment