দোহার ও নবাবগঞ্জে সালমান এফ রহমানের নির্বাচনী প্রচারনা শুরু

 মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১ আসন দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি উন্নয়নখ্যাত বিষয়ক উপদেষ্টা ব্যবসায়ী সালমান এফ রহমান নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। গতকাল শনিবার দোহার উপজেলার আওয়ামীলীগের প্রধান কার্যালয় রতন স্বাধীনতা চত্তর এলাকা থেকে ঢাকা জেলা ও দোহার উপজেলার আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মিরা প্রায় পাচঁ শতাধিক মোটরসাইকেল নিয়ে নির্বাচনী মহড়া দেন।মহড়া শেষে বেলা আড়াইটায় নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নে কেন্দ্রভিত্তিক আপামড় সাধারন ভোটারদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন ঝিলু।উপস্থিত ছিলেন নবাবগঞ্জের কৃতি সন্তান আওয়ামীলীগের জাতীয় কমিটির সাবেক সদস্য আব্দুল বাতেন মিয়া,দোহার উপজেলা পরিষদেও চেয়ারম্যান মো.আলমগীর হোসেন,ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন,বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় সদস্য মো.মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.জালাল উদ্দিন জালাল। এ সময়ে নির্বাচনী স্লোগান ছিল চলমান উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট দিন।শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নের জন্য দরকার। সম্প্রতি দোহার ও নবাবগঞ্জ উপজেলায় জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মিরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারনায় ব্যাস্ত হয়ে পড়েছেন।বিগত পাচঁ বছর ধরে দোহার-নবাবগঞ্জে রাজনীতির মাঠ দাপিয়ে বেড়ালেও আসন্ন নির্বাচনকে সামনে রেখে বর্তমানে কিছুদিন যাবৎ মাঠে অনেকটা নীরব রয়েছেন বর্তমান ঢাকা-১ আসনের জাতীয় পাটির এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম। বিশ্বস্থসুত্রে জানাযায়,গত শনিবার ঢাকার যমুনা ফিউচার পার্কে দোহার- নবাবগঞ্জের জাতীয় পাটির নেতাকর্মিদের নিয়ে সভা করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও তার স্ত্রী সালমা ইসলাম এমপি।সভায় নেতাকর্মিদের জানানো হয় যে,মহাজোটের প্রার্থী হিসাবে সালমা ইসলাম নির্বাচন করবে ঢাকা-১ আসন দোহার-নবাবগঞ্জ থেকে।সেই লক্ষে দুই উপজেলায় নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।এরপর থেকে নির্বাচনী মাঠে অনেকটা নীরব দেখা যায়।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন ইউনিয়নে জাতীয় পার্টির নেতাকর্মিদের একত্রিত হওয়ার নির্দেশনামুলক পোষ্ট লক্ষ্য করা যায়। দলটির নেতাকর্মিরা প্রতিবেদককে জানান,আসন ভাগাভাগি নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত হয়ে যাবে।তখন ধোয়াঁশা কেটে গেলে জাতীয় পাটি পুরোদমে মাঠে নামবে। দোহার,ঢাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment