এ কেমন হাস্যকর বোলিং রাবাদার! (ভিডিও)

এ কেমন হাস্যকর বোলিং রাবাদার! (ভিডিও)

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ম্যাচে কাগিসো রাবাডা ‘অদ্ভুত’ এক ডেলিভারি করলেন। যা নিয়ে এখন পুরো  ক্রিকেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকা সহজে ম্যাচ জিতলেও এই ম্যাচে সব থেকে বেশি আলোচিত হয়ে রইল রাবাদার সেই হাস্যকর ডেলিভারি!

কুইন্সল্যান্ডের কারারা ওভালে ম্যাচ চলছিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ১০ ওভারে কমিয়ে এনেছিলেন আম্পায়াররা। ম্যাচের নবম ওভারে রাবাদা বোলিং করছিলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে। তখনই এমন মজার কাণ্ডটা ঘটে। বল রিলিজ করা আগে ঠিক শেষ মুহূর্তে রাবাদার হাত থেকে ছিটকে যায়। উড়ে গিয়ে বল পড়ে পয়েন্টে দাঁড়ানো ফিল্ডারের সামনে। এমন ডেলিভারি দেখে তখন সবাই অবাক। মাঠে সবাই একে অপরের দিকে চেয়ে রয়েছেন। এমনকী, রাবাদা নিজেও এমন ঘটনার পর বেশি অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। তিনিও বুঝে উঠতে পারছিলেন না, কী করে এমন ডেলিভারি তাঁর হাত থেকে হলো।

রাবাদার ওরকম ডেলিভারির পর আম্পায়াররা নিজেদের মধ্যে আলোচনা করেন দীর্ঘক্ষণ। তার পর তাঁরা ডেড-বল হিসাবে ঘোষণা করেন। রাবাদার এরকম ডেলিভারি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে।

বি

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment