রোহিতকে নিয়ে ম্যাক্সওয়েলের সতর্কবার্তা

রোহিতকে নিয়ে ম্যাক্সওয়েলের সতর্কবার্তা

সামনে ভারতের অস্ট্রেলিয়া সফর। আর এই সিরিজে ভারতীয় দলের চাবিকাঠি হয়ে উঠতে পারেন রোহিত শর্মা। এমনই মনে করছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েলের মতে, ৩১ বছর বয়সী মুম্বাইকরের ব্যাটিং সাবলীল। এর কারণ হিসেবে রোহিতের টাইমিংকে চিহ্নিত করেছেন তিনি। পেস ও স্পিন, উভয়ের বিরুদ্ধেই দক্ষ ডানহাতি ব্যাটসম্যান, সেটাও মনে করিয়ে দিয়েছেন।

ম্যাক্সওয়েল বলেছেন, “অনায়াসে বড় শট নেয় রোহিত। মনে হয় অন্যদের থেকে ও শট নেওয়ার জন্য বেশি সময় পাচ্ছে। ব্যাটিংকে খুব সহজ দেখায় ও। আর রোহিতের ব্যাটিং দেখার মজা এখানেই। রোহিত ব্যাট করলে ক্রিকেট খেলাটাকেই খুব সরল দেখায়। পেস ও স্পিন, উভয়ের বিরুদ্ধেই রোহিত দারুণ। যদি চায়, তবে মাইলখানেক দূরত্বে বল ফেলতে পারে।”

ম্যাক্সওয়েল আরও বলেন, “সীমিত ওভারের ক্রিকেটে রোহিত দুর্দান্ত তারকা। ওয়ানডে ক্রিকেটে একাধিক ডাবল সেঞ্চুরি মোটেই মুখের কথা নয়। রোহিতকে আসলে থামানো যায় না। ও রিল্যাক্সড থাকে। পরিস্থিতিকে মাথায় চড়তে দেয় না।”

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment