শেখ পরিবারের ‘হিরো লুক’ তন্ময়কে নিয়ে যা লিখলো ভারতীয় পত্রিকা

নির্বাচন না হয়ে যদি ভালোবাসার ফুলঝুরি বিচ্ছুরণ বলা যায় তাহলেও ক্ষতি নেই৷ এমনই অবস্থা যে কমবয়সী থেকে মধ্যবয়সী বিভিন্ন মহিলার প্রেম নিবেদনের চোটে পাগল হওয়ার মতো অবস্থা৷ তবে তিনি নিজে যতটা পাগল তার থেকেও বেশি অবস্থা খারাপ তাঁর ফেসবুক বন্ধু বিশেষ করে মহিলাদের৷

খুলনা বিভাগের বাগেরহাট-২ কেন্দ্র থেকে লড়াই করছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়। তাঁর পারিবারিক পরিচয় কিংবদন্তুী রাজনীতিক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছোট ভাইয়ের নাতি তন্ময়। সেই অর্থে তিনি বঙ্গবন্ধুরও নাতি৷ ১৯৮৭ সালে জন্মেছেন শেখ তন্ময়৷ তাঁকে টিকিট দিয়ে চমকে দিয়েছে আওয়ামী লীগ৷ কারণ রাজনীতিতে এই যুবক একেবারেই নবীন৷ কিন্তু তাতে কি?এদিকে তন্ময় প্রার্থী হতেই শুরু হয়ে গিয়েছে ভালোবাসার আক্রমণ৷ এমনিতেই ‘হিরো লুক’ ইমেজ৷ ঢালিউড তো দূরের কথা বলিউডে খাপ খেয়ে যেতে পারে এমনই দেখতে তিনি৷ ফলে তন্ময়ের ফেসবুক জুড়ে মহিলাদের মন্তব্য করার হিড়িক পড়ে গিয়েছে৷ অনেকেই তাঁকে বিয়ে করতে চেয়ে সরাসরি প্রস্তাব দিয়েছেন৷ কেউ কেউ মজা করে পরকীয়াতেও তাঁকে আহ্বান জানাচ্ছেন৷

 

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment