রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন মার্কিন রাষ্ট্রদূত

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। তিনি বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। নিয়র অনুযায়ী, তিনি এখন থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত হিসেবে তার কার্যক্রম শুরু করতে পারবেন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিলার গত ১৮ নভেম্বর ঢাকায় আসেন। এর আগে যুক্তরাষ্ট্রে তিনি সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ড্যান মোজেনা এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলার ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। ঢাকায় আসার আগে তিনি বতসোয়ানার রাষ্ট্রদূত ছিলেন।

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment