ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ১২ প্রার্থীর ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ঋণের ফাঁদে প্রার্থিতা বাতিল

 নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল ঘোষণা করা হয়েছে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র। এর মধ্যে দুই জনই বিএনপি’র প্রার্থী। রবিবার সকালে ঢাকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা করা হয়। জানা যায়, আওয়ামীলীগের প্রার্থী সালমান ফজলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. করম আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কামাল হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আবিদ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেকান্দার হোসেন ও বিকল্পধারার মো. জালাল উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে বিএনপির দুই প্রার্থী খোন্দকার আবু আশফাক ও ফাহিমা হোসাইন জুবলীর মনোনয়নপত্র। একই সাথে জাকের পার্টির মো. সামসুদ্দিন আহম্মেদ, জাসদের আইয়ুব খান ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। সূত্র জানায়, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ৫ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপিল করতে পারবেন। জানা যায়, আবু আশফাকের উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগের কাগজপত্র নির্বাচন কমিশনে এসে না পৌছায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। আর ফাহিমা হোসাইন জুবলীর মনোনয়নপত্রটি বাতিল করা হয় স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত ছিলেন দুই শিল্পপতি বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ও যমুনা গ্রুপের কর্ণধার নুরুল ইসলাম বাবুল এবং ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রসঙ্গে খোন্দকার আবু আশফাক বলেন, লিখিতভাবে যথাসময়ে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আমি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি। সুতরাং, মনোনয়ন বাতিলের কোন সুযোগ নেই। প্রার্থীতা ফিরে পেতে দ্রুত আইনানুগ প্রক্রিয়া করা হচ্ছে। তিনি নেতা-কর্মী, সমর্থকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment