জগন্নাথপুরে পুলিশের অভিযানে দেশী তৈরি পাইপগান সহ গ্রেফতার ২

 জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় পুলিশের অভিযানে দেশী তৈরি পাইপগান সহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ( আগুনকোনা) গ্রামের মৃত মানউল্লাহ ছেলে বাছা মিয়া (৩৯) ও সৈয়দ চন্দন মিয়ার ছেলে সৈয়দ মোজাক্কির আলী (৩৫)। জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই লুৎফুর রহমান সঙ্গীয় অফিসার এসআই কবির উদ্দিন, এসআই অনিক চন্দ্র দেব সহ একদল পুলিশ থানা এলাকায় দায়িত্বপালন কালে বিশেষ অভিযান পরিচালনা করিয়া সোমবার দিবাগত রাত ৩ টা ৩০ মিনিটে সৈয়দপুর পূর্ব বাজারের রাস্তার উপর ২জন লোক সন্দেহ জনক ভাবে ঘুরাফেরা করার সময় তাদের আটক করিয়া তাদের দেহ তল্লাশী করে সৈয়দ মোজ্জাকির আলীর কোমড়ে গুজানো অবস্থায় ১টি দেশীয় তৈরি পাইপগান পাওয়া যায় এবং বাছা মিয়ার পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা ২ (দুই) রাইন্ড গুলি পাইয়া জব্দ করে বাছা মিয়া (৩৯) ও সৈয়দ মোজাক্কির আলী (৩৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাছা মিয়া পেশাদার ডাকাত, তাহার বিরুদ্ধে ছাতক থানায় ৫ বছরের সাজার পরোয়ানা ও খুন মামলা সহ একাদিক মামলার পরোয়ানা মূলতবী আছে। উক্ত ঘটনায় এসআই মো. লুৎফুর রহমান এর এজাহারের প্রেক্ষিতে জগন্নাথপুর থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই কবির উদ্দিন এর উপর অর্পন করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের গতকাল বুধবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment