জগন্নাথপুরের সুপারলীগের ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী সম্পন্ন

 জগন্নাথপুর প্রতিনিধি:

গ্রাম বাংলার ফুটবল খেলাকে বুকে লালন করে আগামী ফুটবলারকে তৈরী করার চেষ্টা নিয়ে ২য় বারের মত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সুপারলীগের ফাইনাল ম্যাচ গতকাল বৃহ:বার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্তার বিতরণ করা হয়। ফাইনাল খেলা রানীগঞ্জ ইউনাইটেড ও সোহাগ এলিভেন স্টারের মধ্যে অনুষ্টিত হয়। খেলার দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে সোহাগ এলিভেন স্টারকে এগিয়ে নেন মনতাজ। খেলার শেষ মুহূর্থে হওয়া দলের হয়ে দ্বিতীয় গোল করেন মালেক আহমদ মান্না। ২-০ গোলে চ্যাম্পিয়ান হয় সোহাগ এলিভেন স্টার। খেলায় রেফারির দায়িত্বপালন করেন রানীগঞ্জ স্পোর্টি ক্লাবের সহ অর্থ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, অর্থ সম্পাদক সাহেদ মিয়া, সহ সভাপতি আলীনুর রহমান। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্টানে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী ওয়াহাব মিয়া, রানীগঞ্জ স্পোর্টি ক্লাবের উপদেষ্টা মো. বাদশা মিয়া, সাংবাদিক গোলাম সারোয়ার, অত্র ক্লাবের সভাপতি মো. সুলেমান মিয়া সহ ফাইনাল খেলার দুই দলের খেলোয়ার বৃন্দ এবং অত্র এলাকা সকল শ্রেনী পেশার ফুটবল প্রেমিক ও সাধারন জনতা। ##

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment