টিভি লাইভে সঞ্চালকের গায়ে আগুনের গোলা হামলা

টিভিতে লাইভ সম্প্রচার চলছে। এমন সময় সঞ্চালকের উদ্দেশে উড়ে এলো আগুনের গোলা। টিভির পর্দায় সেই দৃশ্য দেখল মানুষ। পরে ইন্টারনেটে ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে পাকিস্তানে।

ভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই লাইভ অনুষ্ঠানে পাকিস্তানে চলতে থাকা উগ্রপন্থা নিয়ে আলোচনা চলছিল। প্যানেলে থাকা এক অতিথির সঙ্গে আলোচনা করছিলেন সঞ্চালক। তখনই ঘটে ওই ঘটনা।

Embedded video

Naila Inayat

@nailainayat

What just happened with this news anchor?

247 people are talking about this

ভিডিওতে স্পষ্ট দেখা যায়, আচমকা ওই হামলায় কার্যত অসহায় হয়ে পড়েন সঞ্চালক। তড়িঘড়ি করে তিনি আসন থেকে উঠে পড়েন এবং ক্যামেরার আড়ালে চলে যান।

ভিডিওটি ইন্টারনেটে দ্রুতই ছড়িয়ে পড়ে। একটি টিভি চ্যানেলের স্টুডিওতে কিভাবে এমন ঘটনা ঘটল- সেটা নিয়ে বিস্মিত মানুষ। তবে কে বা কারা ওই হামলা চালিয়েছে এবং ঘটনার পরে ঠিক কী হয়েছিল- তা জানা যায়নি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment