নবাবগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচী পালন করা হয়। উপজেলা ছাত্রলীগ এর আয়োজন করেন। বুধবার সন্ধ্যায় দোহারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের মিছিলে বিএনপির হামলার প্রতিবাদে তারা এ কর্মসূচী পালন করেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ চত্বর থেকে বের হয়। পরে কায়কোবাদ চত্তর ঘুরে উপজেলা ফটক প্রদক্ষিণ করে শহীদ মিনারে ফিরে এসে প্রতিবাদ সভা করেন। সভায় বক্তারা বলেন, দোহারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের উপর বিএনপির হামলা ও দুইটি মটর সাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। বিএনপি- জামায়াত জোট নির্বাচন বানচাল করতে এ হামলা করেছে। ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে এ হামলার জবাব দেয়া হবে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন- আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, কেন্দ্রীয় তাঁতীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শওকত আলী, সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন জালাল প্রমূখ। নবাবগঞ্জ উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় তাঁতী লীগের সহ-সভাপতি কে এম শহীদুল্লাহ দুলাল, ঢাকা জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ভুইয়া কিসমত, উপ-প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোক্তার হোসেন বাদল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রেজা, বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ওয়াহিদুজ্জামান রনি, ঢাকা জেলা পরিষদের সদস্য এসএম সাইফুল ইসলাম, কলাকোপা ইউনিনের চেয়ারম্যান আলহাজ ইব্রাহীম খলিল, বক্সনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, আওয়ামীলীগ নেতা- শাহীন খান, প্রবীর সাহা, ঢাকা জেলা দক্ষিণ তাঁতী লীগের সভাপতি রমজান মল্লিক, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পলাশ, ছাত্রলীগ নেতা- আতিকুর রহমান বাবু, শোভন সিকদার, সাইফুল বারী শান্ত, নাহিদুল আলম নাদিম প্রমুখ। স

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment