আগামীতে আবার ক্ষমতায় এলে ২য় পদ্মাসেতু করা হবে -দৌলতদিয়ায় প্রধানমন্ত্রী

 রাজবাড়ী প্রতিনিধী :

 বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন।আগামীতে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় এলে দৌলতদিয়া-পাটুরিয়ায় ২য় পদ্মাসেতু নির্মাণ করা হবে। সভায় প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন পদ্মাসেতু নির্মাণ নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল। বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলেছিল। কিন্তু কোনো দুর্নীতি পায়নি তারা। আমরা নিজেদের টাকায় পদ্মাসেতু নির্মাণ করছি। আমরা আবার ক্ষতায় এলে যদি প্রয়োজন হয় দৌলতদিয়ায় ২য় পদ্মাসেতু নির্মাণ করবো। তবে কাজ চলমান রয়েছে এরই মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। আগে ওইটা( প্রথম পদ্মাসেতু) নির্মাণকাজ শেষ করতে হবে। এরপর দ্বিতীয়টা নির্মাণ করা হবে। এ জন্য নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে হবে।একটা প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করেছিলেন জাতীর পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান কেবল কাজ শুরু করেছিলেন তিনিআরো বলেন, পচাত্তরের পনের আগষ্ট ওই অপশক্তি জাতীর পিতাকে হত্যা করে সেদিন আমি আর ছোট বোন রেহেনা বিদেশে না থাকলে ওরা আমাদেরও হত্যা করে ফেলতো। আমি স্বজন হারিয়েছি এতিম হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে। আপনারা আর একটি বার নৌকায় ভোট দিয়ে আমাদের সুযোগ করে দেন আমরা আপনাদের সেবা করতে চাই। এসময় আওয়ামী লীগের সভাপতি রাজবাড়ী-১ আসনে কাজী কেরামত আলী ও রাজবাড়ী-২ আসনে জিল্লুল হাকিমকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। তিনি এ সময় আরো জানান আওয়ামী লীগ সরকারের কাছে উন্নয়ন চাইতে হয় না। আপনারা জানেন না আমরা দেশকে কোথায় নিয়ে গেছি। বিএনপি জামাতের আমলে কৃষককে সারের জন্য গুলি খেয়ে মরতে হয়েছে। আর আওয়ামী লীগ সরকারের আমলে সার কৃষকের বাড়ি বাড়ি গিয়ে হাজির হচ্ছে। আমরা দশ টাকা কেজি দরে চাল দিচ্ছি। গত দশ বছরে দেশের মানুষের নানা চাহিদা এই সরকার পূরণ করেছে। বাংলাদেশের মানুষ এখন আর দূর্বল না। তারা নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করছে। প্রথম পদ্মা সেতুর কাজ শেষ হলে আবার ক্ষমতায় আসলে দৌলতদিয়া পাটুরিয়ায় ২য় পদ্মা সেতু হবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, “এবার যদি আমরা ক্ষমতায় আসি তাহলে প্রতিটি গ্রাম হবে শহর। গ্রামেই মিলবে শহরের নাগরিক সুবিধা। যাতে গ্রামের মানুষ কে শহরে না যেতে হয়। আমি রাজনীতি করি মানুষের জন্য। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। গত ১০ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তার বিচার আপনারা করবেন। আর এই উন্নয়নের ধারাবাহিকতা যদি বজায় রাখতে চান, তাহলে নৌকায় ভোট দিবেন আর নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন।” নির্বাচনী এই পথ সভায় প্রধানমন্ত্রী রাজবাড়ী -১ আসনের প্রার্থী কাজী কেরামত আলী ও রাজবাড়ী ২ আসনের প্রার্থী মোঃ জিল্লুল হাকিমের জন্য সকলের কাছে ভোট দেবার আহ্বান জানান। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী -১ আসনের চার চার বারের নির্বাচিত সংসদ সদস্য কাজী কেরামত আলী এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি জিল্লুল হাকিম এমপি, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুজ্জামান সোহাগ, চিত্র নায়ক রিয়াজ, ফেরদৌস প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment