পগবাদের নতুন কোচ গানার সোলসকায়ের

ম্যানচেস্টার ইউনাইটেড কোচের পদ হারিয়েছেন হোসে মরিনহো। তার জায়গায় ম্যাচইউ নিশ্চয় নাম ডাক ওয়ালা কাউকে নিয়ে আসবেন। তার আগ পর্যন্ত মৌসুমটা পার করার দায়িত্ব পেলেন নরওয়ের ওলে গানার সোলসকায়ের। তাকে ২০১৮-১৯ মৌসুম পর্যন্ত পগবা-লুকাকুদের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোলসকায়ের ওল্ড ট্রাফোর্ডের সংস্কৃতি সম্পর্কে বেশ ভালো ধারণা আছে। দীর্ঘ ১১ বছর ওল্ড ট্রাফোর্ডে খেলেছেন তিনি। নরওয়ের এই স্ট্রাইকারের দায়িত্ব ছিল রেড ডেভিলসদের গোল এনে দেওয়া। তিনি ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত খেলেছেন প্রিমিয়ার লিগের অন্যতম সেরা এই ক্লাবে। এখন দেখার পালা ম্যানইউ কোচের চাপ কতটা সামলাতে পারেন।

তাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে ম্যানইউয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড তাদের সাবেক স্ট্রাইকার ওলে গানার সোলসকায়েরকে দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ করছে। তিনি খুব দ্রুত দলের দায়িত্ব নেবেন এবং এর মধ্যে ম্যানইউ একজন পূর্ণাঙ্গ মেয়াদের কোচ খুঁজে নিতে চাই।’

ম্যানইউয়ের দায়িত্ব নেওয়ার ব্যাপারে সাবেক এই স্ট্রাইকার বলেন, ‘আমার হৃদয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবের এমন দায়িত্বে ফেরা আমার জন্য দারুণ ব্যাপার। আমাদের হাতে দারুণ এক প্রতিভা সমৃদ্ধ দল আছে। আমি তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

ম্যানইউয়ের ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ড জানান, ওলে ম্যানইউয়ের একজন লিজেন্ড। মাঠে এবং কোচিং হিসেবে ম্যানইউয়ের সঙ্গে তার কাজ করার অনেক অভিজ্ঞতা আছে। তার নিঃশ্বাসে ম্যানইউ। দলের সবাই তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে। আশা করছি তিনি আমাদের দলে আবার একতা ফিরিয়ে আনবেন।’

ওলে মূলত বিশেষ খ্যাত হয়ে আছেন তার চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য। ১৯৯৯ সালে স্যার ফার্গুসনকে ইউরোপ সেরার শিরোপা এনে দেন তিনি। ওই ম্যাচে শেষ দিকে বদলি হিসেবে নামেন তিনি। ‘সুপার সাব’ ওলে অতিরিক্ত সময়ে গোল দিয়ে বায়ার্ন মিউনিখকে হারায়। ফার্গুসনের হাতে ওঠে প্রথম চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

নিজ দেশ নরওয়ের হয়ে ওলে ৬৭ ম্যাচে মাঠে নেমেছেন। তার মধ্যে ১৯৯৮ বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরোতে অংশ নেন জাতীয় দলের হয়ে। অবসর নেওয়ার পর তিনি ম্যানইউয়ের সঙ্গে কোচিংয়ে নেমে পড়েন। ফার্গুসনের সঙ্গে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত কাজ করেছেন ওলে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment