বসুন্ধরার নায়ক জিকো

ম্যাচের নায়ক হবেন কে ?

চোখ ছিল বসুন্ধরার বিশ্বকাপ খেলা তারকা দানিয়েল কলিন্দ্রেস ও আবাহনীর নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবার দিকে। চোখ ছিল বসুন্ধরার ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়রের দিকেও। গোল করে ম্যাচ জেতানোর সামর্থ্য তো রাখেন তাঁরাই । কিন্তু গোল ঠেকিয়েও নায়ক হওয়া যায়। আর গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দুর্দান্ত নৈপুণ্যেই আবাহনীকে টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়ে স্বাধীনতা কাপের ফাইনালে বসুন্ধরা। নির্ধারিত সময়ে ম্যাচটি ছিল ১-১ গোলের সমতায়।

টাইব্রেকারে প্রথম পাঁচ শটে ৪-৪ গোলে সমতা । ম্যাচের ভাগ্য গড়ায় সাডেন ডেথে। সেখানে তৃতীয় শটে নিষ্পত্তি হয়েছে ম্যাচের ভাগ্যের। আবাহনীর মিডফিল্ডার ইমতিয়াজ সুলতান জিতুর শট ঠেকিয়ে দেন জিকো। বসুন্ধরার হয়ে শেষ শটটি নিয়েছে এই গোলরক্ষকই এবং স্পট কিক থেকে গোল করে লাল জার্সিধারীদের আনন্দে ভাসিয়েছেন জিকো। নির্ধারিত সময়েও দুর্দান্ত খেলেছেন বসুন্ধরার এই গোলরক্ষক। তাঁর দুর্দান্ত সব সেভের কল্যাণেই ম্যাচটি টাইব্রেকারে গড়িয়েছিল।

বিস্তারিত আসছে …

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment