কোহলির আগ্রাসনের পক্ষে লেহম্যান

কোহলির আগ্রাসনের পক্ষে লেহম্যান

বিরাট কোহলির আগ্রাসী মনোভাব নিয়ে ক্রিকেট বিশ্ব দু’ভাগ। কেউ কেউ কোহলির আচরণের সমালোচনা করেছেন, কেউ কেউ কোন অন্যায় দেখছেন না। এই দ্বিতীয় দলে এ বার নাম লেখালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ ড্যারেন লেহম্যান। তার মতে, কোহলির আচরণে অন্যায় কিছু নেই।

বৃহস্পতিবার সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে লেহম্যান বলেছেন, ‘‘কোহলি খুবই আবেগপ্রবণ। মাঠে এই আবেগের বহিঃপ্রকাশটাই ঘটে। কোহলি তাই মাঠে এ রকম করে থাকে এবং ভবিষ্যতেও করবে।’’

কোহলি সম্পর্কে লেহম্যানের আরও মন্তব্য, ‘‘কোহলি চ্যালেঞ্জ খুব উপভোগ করে। ও জিততে চায়। নিজের জন্য শুধু নয়, দেশের জন্যও। কোহলির এই তীব্র আবেগ প্রদর্শনের মধ্যে খারাপ কিছু নেই।’’

পার্থ টেস্টে দুই অধিনায়ক কোহলি এবং টিম পেনের মধ্যে বাগযুদ্ধ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এমনকি অনেকেই মনে করছেন, খেলার পরেও সেই উত্তেজনা কমেনি। লেহম্যান অবশ্য বলছেন, ‘‘কোহলি বা পেন, কেউই সীমা অতিক্রম করেনি। ওদের কথা কাটাকাটির মধ্যে খারাপ কিছু ছিল না। স্টাম্প মাইক্রোফোনে ব্যাপারটা শোনা যাওয়ায় মজা আরও বেড়েছে।’’

অস্ট্রেলিয়ার বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গারেরও একই ধারণা। তিনিও বলেছেন, দু’জনের কেউই সীমা অতিক্রম করেননি। দুই অধিনায়কের বাগযুদ্ধকে হালকা করেই দেখেছেন তিনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment