ভারতীয় নারী দলের কোচ হচ্ছেন রমন

আজ শুক্রবার ভারতের নারী ক্রিকেট দলের কোচ হিসেবে সাবেক ওপেনার উরকেরি ভেংকট রমনকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে যাচ্ছে বিসিসিআই। অন্তর্বর্তী কোচের দায়িত্বে থাকা রমেশ পাওয়ারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। তবে কাগজে-কলমে এখনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি।

এর আগে ভারতীয় বোর্ড নিযুক্ত কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামীর নেতৃত্বাধীন এডহক প্যানেল কর্তৃক তৈরি করা সংক্ষিপ্ত তালিকায় ভারতীয় পুরুষ দলের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেন, সাবেক ফার্স্ট বোলার ও সহকারী কোচ ভেংকটেশ প্রসাদের পাশাপাশি নাম ছিল রমনের।

বিগত কয়েক বছর ধরেই ভারতীয় ‘এ’ দল, বিভিন্ন বয়সভিত্তিক দল, ভারতীয় জাতীয় ক্রিকেট একাডেমির ব্যাটিং কোচ এবং দুলীপ ট্রফির বিভিন্ন দলকে কোচিং করিয়ে যাচ্ছিলেন ৫৩ বছর বয়সী এই কোচ।

ভারতের জাতীয় দলের হয়ে ১১টি টেস্ট ও ২৭ ওয়ানডে ম্যাচে খেলা উদ্বোধনী ব্যাটসম্যান রমন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৭ বছর তামিলনাড়ু রাজ্য দলের হয়ে খেলেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment