ঝিনাইদহের কালীগঞ্জের দিনমজুরের গলা কাটা লাশ যশোরে উদ্ধার

রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধিঃ

মদন অধিকারী (৪০) নামে একজন দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করেছে যশোর পুলিশ। বৃহস্পতিবার যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের মানিকদিহি গ্রামে রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের গলাকাটা, মুখ, ঠোঁট, ডান হাত ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত মদন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কল্লোলপাড়ার বিমল অধিকারীর ছেলে বলে জানিয়েছেন তার কাকাতো ভাই অশোক অধিকারী। অশোক বলেন, মদন বিভিন্ন হাঁটে কাঁচা মাল উঠানো নামানোর কাজ করতো। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সে বাড়ি থেকে বের হয়। এর পরে আর বাড়ি ফিরেনি। খোঁজাখুঁজি করে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। সকালে মানিকদিহি গ্রাম থেকে কেউ একজন ফোন করলে আমরা ঘটনাস্থলে এসে তার লাশ দেখতে পাই। কী কারণে কারা তাকে হত্যা করেছে তা বলতে পারেননি অশোক। যশোর সাজিয়ালি পুলিশ ক্যাম্পের আইসি এসআই সুকুমার কুন্ডু জানান, সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয় ।পুলিশ এই হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment