হতাশ সাকিব, জানালেন হারের কারণ

ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজ হাতাছাড়া হয়েছে টাইগারদের।তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছিল টিম বাংলাদেশ। তাই সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়। তবে শেষ হাসিটা হেসেছে ক্যারিবীয়রাই।

টি-টোয়েন্টি সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত খেলেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তাই সিরিজ সেরার পুরস্কারটা পেয়েছেন তিনি। কিন্তু দল জিততে পারেনি সিরিজ। ম্যাচ শেষে হারের কারণ জানালেন সাকিব। তিনি বলেন, ‘শেষ ১০ ওভারে আমরা বল হাতে দুর্দান্ত খেলেছি। ভেবেছিলাম ১৮০ রান হবে, তবে ওরা আরো কিছু রান বেশি করেছে। বল প্রতি খুব বেশি রান নেয়ার প্রযোজন ছিল না। কিন্তু আমাদের সমস্যা ছিল একের পর এক উইকেট হারানো।’

এ সময় সাকিব আরও বলেন, ‘আমার মনে হয় পুরো সিরিজে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভালো খেলেছি। তবে কিছু জায়গায় এখনো উন্নতি প্রয়োজন।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment