শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠছে: প্রধানমন্ত্রী

পিইসি, জেএসসি-জেডিসি পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘প্রাথমিক ও অষ্টম শ্রেণির পরীক্ষার অনেকেই সমালোচনা করেন। তবে এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠছে। পরীক্ষায় অংশগ্রহণ এবং সার্টিফিকেট পাওয়ার বিষয়টি তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ হিসেবে কাজ করছে।’

সোমবার (২৪ ডিসেম্বর) পিইসি, জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের নতুন বই বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়তে এবং শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক করে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনকের এই কাজকে এগিয়ে নিতে নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা ৯৬ সালে ক্ষমতায় আসার পর দেশের বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নিতে ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করি। এরই অংশ হিসেবে বিজ্ঞান শিক্ষাকে উৎসাহী করতে ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলাম।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে অনেকদূর এগিয়ে নিতে আমরা কাজ করছি। ২০৪১ সাল ছাড়াও সুদূরপ্রসারি পরিকল্পনা আমাদের হাতে রয়েছে। ডেল্টা প্ল্যান প্রণয়নের মাধ্যমে আমরা আগামী ১০০ বছরের লক্ষ্য নির্ধারণ করেছি। কারণ আমরা বিশ্বাস করি সুনির্দিষ্ট লক্ষ্য থাকলেই তা বাস্তবায়ন সম্ভব।’

এ সময় শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করতে ও উন্নত জাতি গড়ার লক্ষ্যে সরকার ঠিক সময়ে পরীক্ষার ফল প্রকাশ ও বিনামূল্যের বই বিতরণের পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বৃত্তিরও ব্যবস্থা করেছে বলে জানান প্রধানমন্ত্রী।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন সিস্টেমে পিইসি ও অন্য পরীক্ষার ফল প্রকাশ করেন। পরে তিনি শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের নতুন বই বিতরণ করে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এবার জেএসসিতে পাশের হার ৮৫.২৮ শতাংশ এবং জেডিসিতে ৮৯.০৪ শতাংশ। জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন শিক্ষার্থী। পিইসিতে পাশের হার ৯৭.৫৯ শতাংশ। পিইসিতে জিপিএ-৫ পেয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ জন শিক্ষার্থী। এছাড়া ইবতেদায়িতে পাশের হার ৯৭.৬৯। জিডপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ২৬৮ জন।

ফল প্রকাশ অনুষ্ঠানের পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment