ড. কামালের সঙ্গে সাক্ষাৎ করলেন পুলিশ কর্মকর্তারা

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিরাপত্তা বিষয়ে এবং নির্বাচনের সময় পুলিশ আরও দায়িত্বশীল আচরণ করবে বলে আশ্বাস দিতেই তারা কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। কামাল হোসেনের সঙ্গে ডিএমপি কমিশনারেরও সাক্ষাতেরও কথা ছিল। তবে তিনি শেষ পর্যন্ত দেখা করতে যাননি। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে ড. কামালের মতিঝিলের চেম্বারে যান পুলিশের কর্তাব্যক্তিরা। তারা সেখানে প্রায় সোয়া ১ ঘণ্টা অবস্থান করেন। ডিএমপি কমিশনার না গেলেও মতিঝিলের ডিসি আনোয়ার হোসেন, রমনা জোনের ডিসি কামরুজ্জামান, মতিঝিল জোনের এডিসি শিবলী নোমান ও মতিঝিলের ট্রাফিক পুলিশ কর্মকর্তারা ড. কামালের সঙ্গে দেখা করেন।

শিবলী নোমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেহেতু ড. কামাল হোসেনের অফিস আমাদের এলাকায়, তাই তার সঙ্গে নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলতে গিয়েছিলাম। তার নিরাপত্তার বিষয়ে কোনও সহযোগিতা লাগবে কিনা, আমরা তার কাছে তা জানতে চেয়েছিলাম। তার নিরাপত্তা নিয়েই মূলত কথা হয়েছে।’

তিনি বলেন, ‘এটা সৌজন্য সাক্ষাৎ। অন্য কোনও বিষয় নেই।’ ডিএমপি কমিশনার না আসার বিষয় তিনি বলেন, ‘স্যার অন্য একটি কাজে আটকা পড়েছেন, তাই আসতে পারেননি।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, নিরাপত্তা নিয়ে ড. কামালের কোনও অভিযোগ রয়েছে কিনা জানতে এবং পুলিশের বিষয়ে তার আস্থার সংকট বিষয়ে কথা বলতে ও তাকে আশ্বস্ত করতে ডিএমপি কমিশনার তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। তবে বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত ডিএমপি কমিশনার সেখানে যাওয়া থেকে বিরত থাকেন।

এ বিষয়ে মতিঝিলের ডিসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আমার ডিউটির অংশ। তাই আমি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তার কাছে নিরাপত্তার বিষয়ে জানতে চেয়েছি। তিনি বলেছেন, তার নিরাপত্তার কোনও কিছু প্রয়োজন হলে তিনি টেলিফোনে জানাবেন।’

আনোয়ার হোসেন আরও বলেন, ‘আমি কোথাও গেলে আমার সঙ্গে আমার ডিভিশনের অফিসাররা থাকেন। তারা সবাই সেখানে আমার সঙ্গে গিয়েছিলেন। আমি তার সঙ্গে নিরাপত্তা নিয়ে কথা বলেছি।’

গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক সাংবাদিকদের জানান, পুলিশের ৮-১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা মঙ্গলবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনে গিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ ঐক্যফ্রন্টের প্রার্থীদের হয়রানি করছে ও দায়িত্বশীল আচরণ করছে না বলে এ সময় অভিযোগ করেন নেতারা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment