পাশাপাশি আসনে নির্বাচিত বাবা-ছেলে

রবিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এটি ছিল আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়।

দলের এই হ্যাটট্রিক জয়ে একসঙ্গে সংসদে যাবেন বাবা ও ছেলে। তারা নির্বাচিতও হয়েছেন পাশাপাশি আসনে। একজন বাগেরহাট-১, অন্যজন বাগেরহাট-২ আসন থেকে বিজয়ী হয়েছেন।

বলছি বাগেরহাটের প্রভাবশালী শেখ হেলালের পরিবারের কথা।

শেখ হেলাল জয়ী হয়েছেন বাগেরহাট-১ আসনে। আর তার ছেলে শেখ সারহান নাসের তন্ময় জয়ী হয়েছেন বাগেরহাট-২ আসনে।

বাগেরহাট-১ আসনে নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৫২ হাজার ৬৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ হেলাল উদ্দিন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ইঞ্জি. শেখ মাসুদ রানা পেয়েছেন ১১ হাজার ৪৮৫ ভোট।

অন্যদিকে বাগেরহাট-২ আসনে ২ লাখ ২১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন তরুণ প্রার্থী ও শেখ হেলালের ছেলে শেখ তন্ময়। তার বিপরীতে নির্বাচন করে ৪ হাজার ৫৯৭ ভোট পেয়েছেন বিএনপির এমএ সালাম।

শেখ হেলাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment