‘সিম্বা’র বাজিমাত

প্রথম দিনে বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে রণবীর সিং এবং সারা আলী খান অভিনীত ছবি ‘সিম্বা’। পরিচালক রোহিত শেঠি’র এ ছবিটি মুক্তি পায় গত ২৮ ডিসেম্বর।

মুক্তির প্রথম দিনে সিনেমাটি ঘরে তুলেছে ২০ কোটি ২৭ লাখ ভারতীয় রুপি। এরমধ্য শুধু মুম্বাই থেকেই ‘সিম্বা’র আয় ১২ কোটি রুপি। ধারণা করা হচ্ছে ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে।

সিনেমাটিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর। সারা অভিনয় করেছেন তার প্রেমিকার চরিত্রে। অতিথি চরিত্রে আছেন অজয় দেবগণ।

এদিকে চলতি বছর অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে সাইফকন্যা সারার। ‘সিম্বা’ তার দ্বিতীয় সিনেমা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment