শাকিব-বুবলীর নতুন সিনেমা ‘টাইগার’

জনপ্রিয় নির্মাতা মালেক আফসারীর নতুন সিনেমা ‘টাইগার’-এ জুটি বেঁধেছেন ঢালিউড কিং শাকিব খান ও মিষ্টি মেয়ে বুবলী।

মালেক আফসারী জানান, প্রযোজক মোহাম্মদ ইকবাল এ বছর ৫টি ছবি তৈরি করবেন। ‘টাইগার’ এই প্রোজেক্টের দ্বিতীয় ছবি। প্রথম ছবি হিসেবে সিরিয়ালে ছিল কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’। তিনি অসুস্থ থাকার কারণে ‘বীর’ ছবির শ্যুটিং বন্ধ রয়েছে। ফলে শ্যুটিং শুরু হচ্ছে ‘টাইগার’ ছবিটির।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শ্যুটিং শুরু হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘শাকিব খান-বুবলী ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করবেন সম্রাট ও অস্ট্রেলিয়া প্রবাসী এক অভিনেত্রী। আর খল চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, শিবা শানু প্রমুখ।

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment