রণবীরের সঙ্গে অভিনয়ে নারাজ দীপিকা

এইতো কিছু দিন আগে বিয়ে করেছেন বলিউডের দুই সুপারস্টার রণবীর সিং ও দীপিকা পাডুকন। বিয়ের পর থেকেই পরিচালকরা এই জুটির কাছে নতুন ছবির প্রস্তাব নিয়ে আসছেন। তবে আপাতত রণবীরের সঙ্গে অভিনয় করতে নারাজ দীপিকা।

পরিচালক কবির খান ভারতীয় ক্রিকেটার কপিল দেবের জীবনী নিয়ে  তৈরি করছেন ‘এইটি থ্রি’ নামের একটি ছবি। যেখানে কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং।

ছবিতে ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়কের স্ত্রীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয় দীপিকাকে। কিন্তু চরিত্রটি নিয়ে পর্দায় আসতে অপারগতা জানান দীপিকা।

সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘রাম লীলা’, ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবতী’ চলচ্চিত্রে একসাথে অভিনয় করলেও এখন কেন এক সাথে অভিনয় করতে চাচ্ছেন না তা জানা যায়নি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment