শনিবার আওয়ামী লীগের বৈঠক

শনিবার আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসছে দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠক একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন, উপজেলা পরিষদ নির্বাচন, কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন ও দলীয় কৌশলের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকটি বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ গণমাধ্যমকে জানান, শনিবারের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন বেশ কয়েকটি নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, মূলত চারটি এজেন্ডা নিয়ে আগামীকাল বৈঠক হবে গণভবনে। দলীয় এজেন্ডার পাশাপাশি জাতীয় রাজনীতির বিষয়টিও গুরুত্ব পাবে বৈঠকে ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment