বিটিআরসি’র নীতিমালায় গ্রাহকের স্বার্থ ও অধিকার নিশ্চিতের দাবি

ইন্টারন্যাশনাল নন আয়োনাইজিং রেডিয়েশন প্রটেকশন কমিশনের নীতিমালা অনুযায়ী একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন)। নীতিমালায় গ্রাহকের স্বার্থ ও অধিকার নিশ্চিত যাতে হয় তার বিধান রাখার সুপারিশ জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

শনিবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘মোবাইল ডিভাইসের উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ শীর্ষক এক সেমিনারে এ সুপারিশ জানান সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ইতোমধ্যে সরকার মুঠোফোনের আইএমইআই নাম্বার সংরক্ষণের জন্য ডাটাবেজ তৈরি করেছে। যাতে করে অবৈধভাবে হ্যান্ডসেট আমদানি, চুরি ও প্রতারণা বন্ধ করা যায়। কিন্তু এই ডাটাবেজ দ্বারা জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কোন ব্যবস্থা রাখা হয়নি। তবে বিটিআরসি এ ব্যাপারে ইন্টারন্যাশনাল নন আয়োনাইজিং রেডিয়েশন প্রটেকশন কমিশনের নীতিমালা অনুযায়ী একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। আশা করি, এই নীতিমালা যেন ইউরোপ ও ভারতের সাম্প্রতিক নীতিমালা যাচাই-বাছাই করে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী প্রণয়ন করে। এ নীতিমালা প্রণয়নে আমাদের কিছু সুপারিশ রয়েছে। 

সুপারিশগুলো হলো- ১. গ্রাহকের স্বার্থ ও অধিকার নিশ্চিতের বিধান রাখা। ২. মুঠোফোনের মান পরীক্ষা করতে আধুনিক পরীক্ষাগার স্থাপন করে নন আয়োনাইজিং রেডিয়েশন প্রটেকশন কমিশনের নীতিমালা অনুযায়ী পরীক্ষার পর বাজারজাতের অনুমতি প্রদান করা।

৩. জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উচ্চ তেজস্ক্রিয় সম্পন্ন নিম্নমানের হ্যান্ডসেট দ্রুত বাজার থেকে প্রত্যাহার করা। ৪. উচ্চ তেজস্ক্রিয় সম্পন্ন হ্যান্ডসেট গ্রাহকদের থেকে উত্তোলন করে গ্রাহকদের মাঝে বিনামূল্যে বা অপারেটরদের মাধ্যমে সহজ শর্তে হ্যান্ডসেট প্রদানের ব্যবস্থা করা।

আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কে সিদ্দিকী-ই-রব্বানী, পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের উপদেষ্টা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক প্রকৌশলী ড. এম কামরুজ্জামান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment