‘ইন্দুবালা’ পপির মুক্তি চায় জনতা

ইন্দুবালা গ্রুপের প্রধান রাজিয়া শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সারা দেশের সব বয়সের জনতা মাঠে নেমেছেন। সবার এক দাবি- ইন্দুবালার মুক্তি। মুক্তি চাই মুক্তি চাই, ইন্দুবালার মুক্তি চাই। ইন্দুবালার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে- এমনই স্লোগানে উত্তাল সারা দেশ। এমন সময় সবাইকে ঘরে ফিরে যাবার নির্দেশ দিলেন নেত্রী। এই নেত্রীর বেশে হাজির হলেন চিত্রনায়িকা পপি। প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন গ্লামারাস এই নায়িকা। অনেকদিন বড় পর্দায় নেই পপি। তাইতো পপির ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ওয়েব সিরিজটি দেখার জন্য। অবশেষে অনন্য মামুন পরিচালিত ‘ইন্দুবালা’ শনিবার মুক্তি পেয়েছে অনলাইনে। সিনেস্পট নামের একটি অ্যাপসের মাধ্যমে দেখা যাচ্ছে এটি।

অনন্য মামুন জানান, ‘ইন্দুবালার প্রথমপর্ব মুক্তি পেলো। ১৩ পর্বের এই ওয়েব সিরিজটির প্রথমপর্ব উপভোগ করবেন দর্শকরা। ধারাবাহিকভাবে আসবে পরের পর্বগুলো।’ ওয়েব সিরিজটিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, চিত্রনায়ক এবিএম সুমন প্রমুখ। এই ওয়েবসিরিজটি প্রযোজনা করেছে ইনোভেট সল্যুশন লিমিটেড।

https://www.youtube.com/watch?v=r5eiQBTN1y8

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment