বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সারা

বলিউডে প্রবেশ করেই দর্শকদের মন জয় করে নিয়েছেন। প্রথমে ‘কেদারনাথ’ পরে ‘সিম্বা’, পর পর দু’টি সিনেমাতেই নবাগতা অভিনেত্রী যেন প্রথম সারির নায়িকাদের টক্কর দিয়েছেন। বুঝতেই পারছেন সইফ-কন্যা সারা আলি খানের কথাই বলা হচ্ছে।

‘সিম্বা’ মুক্তির পর যখন সারার জনপ্রিয়তা হইহই করে বাড়তে শুরু করেছে, সেই সময় সইফ আলি খানে এবং তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংকে নিয়ে মুখ খুললেন সারা।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে হাজির হন সারা আলি খান। সেখানে বাবা-মায়ের অতীত নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, এক বাড়িতে থেকেও যখন দু’জন মানুষ একে অন্যের জন্য খুশি হন না, তখন তাদের এক ছাদের নীচে থাকা উচিত নয়। তার বাবা-মায়ের সম্পর্কের ক্ষেত্রেও এমনই হয়েছিল।

অর্থাৎ, সাইফ আলি খান এবং অমৃতা সিং একসঙ্গে থাকতেন তো ঠিকই, কিন্তু তারা কেউ খুশি ছিলেন না। আর সেই কারণেই তাদের আলাদা থাকাটাই ভালো বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

শুধু তাই নয়, বিচ্ছেদের পর সাইফ এবং অমৃতা নিজেদের জীবন নিয়ে খুশি। ফলে, তারাও খুশি। বাবা-মায়ের বিচ্ছেদের পর এখন তাদের দু দু’টো নিরাপদ বাড়ি। সেই সঙ্গে নিরাপদ সম্পর্ক। তাই সবকিছু মিলিয়ে বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে তিনি অখুশি নন বলেই স্পষ্ট জানান ‘সিম্বা’ অভিনেত্রী।

তবে এই প্রথমবার নয়, যখন সাইফ আলি খান, অমৃতা সিং কিংবা কারিনা কাপুর খানকে নিয়ে মুখ খুললেন সারা, এর আগে করণ জোহরের শো-তে হাজির হয়েও পারিবারিক সম্পর্ক নিয়ে নিজের মতামত জানান সারা।

তিনি বলেন, কারিনা কাপুর খানের সঙ্গে তার সম্পর্ক সব সময়ই ভালো। কারিনাকে তিনি ‘ছোটি মা’ বলে ডাকেন না ঠিকই, কারণ কারিনা তার খুব ভালো একজন বন্ধু। বলিউডে কীভাবে এগিয়ে যেতে হবে, সেই পরামর্শ থেকে শুরু করে, স্টাইলিং, সবকিছুতেই কারিনা যেন একজন শিক্ষকের মতো সব সময় তাকে পরামর্শ দেন। তাই কারিনা কাপুর খানকে নিজের জীবনের ‘আইডল’ বলে মনে করেন বলেও জানান সারা।

সাইফের প্রথম প্রথম পক্ষের মেয়ের ওই বক্তব্য শোনার পর খুশি হয়ে যান কারিনা। তিনি বলেন, সারা এবং ইব্রাহিমের মা হতে চান না তিনি। কারণ তাদের কাছে ইতিমধ্যেই একজন অসাধারণ মা রয়েছেন। কিন্তু, সারা এবং ইব্রাহিমের জীবনের প্রতি পদক্ষেপে তিনি তাদের সঙ্গে থাকবেন একজন বন্ধু হিসেবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment