শুধু রূপচর্চা নয়, লিপস্টিকের রয়েছে নানা গুণ!

রূপচর্চার অন্যতম প্রধান অনুষঙ্গ লিপস্টিক। মেকাপে লিপস্টিক ছাড়া যেন চলেই না। নারীরা সৌন্দর্যবর্ধনে নানা রঙের লিপস্টিক ব্যবহার করেন। কিন্তু শুধু সৌন্দর্যবর্ধন নয়, লিপস্টিকের রয়েছে আরও নানা গুণাগুণ। লিপস্টিকের এমন গুণের কথা হয়তো অনেকেই জানেনই না। 

১. সূর্যের অতি বেগুনী রশ্মি থেকে ঠোঁটকে ক্ষতিগ্রস্থ করে। অতি বেগুনী রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করার জন্য অনেক লিপস্টিকেই সান প্রোটেক্টর উপাদান থাকে। ফলে এ ধরনের লিপস্টিক লাগিয়ে রোদে বের হলে আপনার ঠোঁট সুরক্ষিত থাকবে।

২. অনেক লিপস্টিক অলোভেরা বা ভিটামিন ই সম্বৃদ্ধ হয়। যা আপনার ঠোঁটের প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

৩. লিপস্টিক নারীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। অন্যদের থেকে প্রশংসা পেলে পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন।

৪. লিপস্টিক মুড ভাল করারও দারুণ ওষুধ। মন খারাপ থাকলে নিজের পছন্দের লিপস্টিক ঠোঁটে লাগিয়ে বেরিয়ে পড়ুন। হতাশা-ক্লান্তি এক নিমেষে দূর হবে। 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment