হেনস্থার শিকার কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী!

পশ্চিবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী এবার কনসার্ট আয়োজকদের হেনস্থার শিকার হলেন। আয়োজকদের হাতে রীতিমতো বন্দি ছিলেন তিনি। 

 রবিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর পৌরসভায় আয়োজিত অনুষ্ঠানে ইমনের সঙ্গে এ ঘটনা ঘটে।

শ্রোতা-সাধারণের সহায়তায় ইমন চক্রবর্তী বেরিয়ে আসেন। অনুষ্ঠান থেকে বেরিয়ে তিনি ফেসবুক লাইভে আসেন। ফেসবুক লাইভে ইমন বলেন, ‘কৃষ্ণনগর পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলাম। টানা দু’ঘণ্টা গান করার পর, আয়োজকরা দাবি করেন, আমি নাকি মাত্র এক ঘণ্টা গান গেয়েছি । আমাকে অনুষ্ঠান থেকে বের হতে দেয়া হচ্ছিলো না। চলে আসার সময় আমার গাড়ি ঘিরে ধরে ওরা। বার বার বলছিল, আমাকে বের হতে দেবে না। আমার মিউজিশিয়ান বন্ধুদেরও হেনস্থা করা হয়। এ রকম অসভ্যতা আসলে মেনে নেওয়া যায় না।’

কনসার্টে গান পরিবেশন করতে গিয়ে এর আগে কলকাতার জনপ্রিয় গায়িকা সোমলতা আচার্য্যও হেনস্থার শিকার হয়েছিলেন। 

ইমন চক্রবর্তী মূলত রবীন্দ্র সঙ্গীতশিল্পী হলেও প্লেব্যাক করে পেয়েছেন আকাশসম জনপ্রিয়তা। অনুপম রয়ের কথা ও সুরে ‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালোবাস’ তাকে দুই বাংলায় জনপ্রিয়তাই এনে দেয়নি, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment