১০ বছরের চ্যালেঞ্জ রেকর্ড হারালেন ধোনি

বিশ্বকাপের পরেই সম্ভবত ক্রিকেটকে অবসর জানাবেন৷ অর্থাৎ দ্বিপাক্ষিক সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিনই শেষ ম্যাচটা খেলে ফেললেন ধোনি৷ এরপর অবশ্য ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ও মূল পর্বের ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে খেলতে দেখা যাবে মাহিকে৷ ওয়েলিংটনের পঞ্চম ওয়ান ডে ম্যাচে নিজের রেকর্ড ধরে রাখার সুযোগ ছিল৷ রেকর্ড অক্ষত রাখলে কলার তুলে ১০ বছরের চ্যালেঞ্জ জানাতে পারতেন৷মঞ্চ প্রস্তুত থাকলেও সেই রেকর্ড অবশ্য ধরে রাখতে পারলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক৷

পরিসংখ্যান বলছে দীর্ঘ দেড় দশকের ক্রিকেট জীবনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সব মিলিয়ে মোট তিনবার মাত্র দুই অঙ্কের নিচের রানে আউট হয়েছিলেন মাহি৷

সালটা ২০১০ সেবছর আগস্ট ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ রানে রান আউট হয়েছিলেন ধোনি৷ তাঁর আগে ২০০৯ সালে মার্চে অকল্যান্ডে আয়োজিত পঞ্চম ওয়ান ডে ম্যাচে জেসি রাইডারের বলে ৯ রানে আউট হয়েছিলেন৷ আর ক্যারিয়ারের একেবারের শুরুর দিকে ২০০৫ সালে সৌরভের অধিনায়কত্বে খেলার সময় কিউয়িদের বিরুদ্ধে ২ রানে আউট হয়েছিলেন এমএসডি সেভেন৷ অর্থাৎ অঙ্ক বলছে এই তিন ঘটনা বাদ দিলে কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে কেরিয়ারে দুই অঙ্কের নিচে আউট হওয়ার নজির নেই মাহির৷

অর্থাৎ শেষ নয় বছরে কিউয়িদের বিরুদ্ধে দুই অঙ্কের রানে (শেষবার এই প্রতিপক্ষের বিরুদ্ধে দুই অঙ্কের নিচে আউট হয়েছেন ২০১০সালে) পৌঁছনোর আগে আউট হননি মাহি৷ ওয়েলিংটনের পঞ্চম ওয়ান ডে’র আগে যা ছিল নজিরবিহীন এক রেকর্ড৷ বোল্টের বলে এদিন ১ রানে আউট হয়ে সেই রেকর্ডে দাঁড়ি পড়ল৷ দীর্ঘ নয় বছর পর কিউয়িদের বিরুদ্ধে দুই অঙ্কের রানের আগে ধোনি উইকেট দিয়ে এলেন৷ অসম্পূর্ণ থেকে গেল ধোনির ১০ বছরের চ্যালেঞ্জ।

একনজরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধোনির রানের পরিসংখ্যান-

১) ২০০৫ সাল থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলেছেন ধোনি৷ ২০০৫-১৯ পর্যন্ত সব মিলিয়ে কিউয়িদের বিরুদ্ধে খেলেছেন ২৭ টি ম্যাচ৷ এই ২৭ ম্যাচের ৩টি খেলা হয়েছে নিরপেক্ষ ভেন্যু জিম্বাবোয়েতে৷ তিনটি ম্যাচে খেলেছেন শ্রীলঙ্কার মাটিতে, ৮টি ভারতে ও ১৩টি ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের মাটিতে৷

২) এই ২৭ ম্যাচে ধোনির সর্বোচ্চ রান অপরাজিত ৮৪৷ সব মিলিয়ে কিউয়িদের বিরুদ্ধে ২৭ ম্যাচে ঝুলিতে রয়েছে ৮৯০ রান৷ ব্যাটিং গড় ৪৯.৪৪৷

৩) শেষ নয় বছরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই অঙ্কের রানের আগে উইকেট ছুঁড়ে দিয়ে আসেননি মাহি৷ কিউয়িদের বিরুদ্ধে কেরিয়ারের ২৭ তম ওয়ান ডে ম্যাচে সেই ভুল করে নিজের রেকর্ড নিজেই খোয়ালেন ধোনি৷

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment