স্মার্টফোনে আসছে অ্যাপেক্স লিজেন্ড

গেমারদের মধ্যে সাড়া ফেলেছে নতুন গেম অ্যাপেক্স লিজেন্ড। শিগগিরই গেমটি স্মার্টফোনে চলে আসবে। ব্যাটল রয়্যাল গেমের রাজ্যে সাড়া জাগানো গেম হিসেবে এটি আসতে যাচ্ছে। রেসপনের তৈরি গেমটি ইতিমধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। কয়েক দিন আগে পিসি, এক্সবক্স ওয়ান ও পিএস ফোরের এটি উন্মুক্ত হয়।

গেমটি উন্মুক্ত হওয়ার আট ঘণ্টায় ১০ লাখ ইউনিক ব্যবহারকারী এর সঙ্গে যুক্ত হয়। গেমটি মোবাইল প্ল্যাটফর্মে যুক্ত হলে এর ব্যবহারকারী আরও বাড়বে বলে মনে করছে এর প্রকাশক ইলেকট্রনিক আর্টস (ইএ)।

ইএর প্রধান নির্বাহী অ্যান্ড্রু উইলসন বলেছেন, তাঁরা একাধিক প্ল্যাটফর্মে যেতে আগ্রহী। মোবাইল প্ল্যাটফর্মে গেমটি আনা হলে এটি এশিয়ার বাজারে ব্যাপক সাড়া ফেলবে।

গেমটিকে এখনই জনপ্রিয় গেম ফোর্টনাইট ও পিইউবিজির প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে।

অ্যাপেক্স লিজেন্ড মূলত ফার্স্ট পারসন শুটার গেম। এটি স্কোয়াড নিয়ে খেলতে হয়। সলো বা ডুয়ো মোড নেই আপাতত। তিনজনের দল হলে তবেই এটি খেলা যাবে। বর্তমানে গেমের আটটি চরিত্র থেকে পছন্দের চরিত্র বেছে নেওয়া যায়। এখানে আরও চরিত্র যুক্ত হবে। ফোর্টনাইটের মতো এতে বিভিন্ন যুদ্ধ জয় করতে হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment