ভালোবাসা দিবসে প্রিয়জনের জন্য প্রিয় পোশাক

বিশ্বজুড়ে চিরন্তন ভালবাসা প্রকাশের দিন ১৪ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন ডে। তরুন প্রজন্মেও কাছে এ দিনটি খুব কাঙ্ক্ষিত। অনেকে বছরের শুরুতেই ডায়রির পাতায় বিশেষ ভাবে চিহ্নিত করে রাখে এ দিনটি। প্রেমিকা-প্রেমিক একে অপরকে উপহার দিতে ভুলে না। 
তবে এখন দিবসটি আর প্রেমিক -প্রেমিকায় নয়, মা-বাবা-ভাই-বোন-বন্ধু সবার পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশের দিন হিসেবে স্বীকৃ্ত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনে ভালোবাসা প্রকাশের নানান আয়োজন রয়েছে ইদানিং বিভিন্ন উৎসব-পার্বণে উপহার আদান-প্রদানের ফ্যাশন ভাবনার সঙ্গে যুক্ত হয়েছে ভ্যালেন্টাইন ।

ভালোবাসার রঙ কি ভাবলেই মনে আসে হৃদয় নামক অশরীর-কাল্পনিক আকারের একটি বস্তু, যার রঙ লাল। কল্পনার ভালোবাসার রঙ তেমনটাই ভাবা হয়। আবার ভালোবাসার উদারতাকে সাগরের গভীর নীলের সমার্থক ভাবনায় নীলকে প্রাধান্য দেওয়া হয়। আর তাই ভ্যালেন্টাইন্স ফ্যাশনে লাল, নীল সহ উজ্জ্বল রং কে প্রাধান্য দিয়েছে বিশ্বরঙ। শাড়ী, থ্রিপিস, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, শীতের শাল, ইত্যাদিতে ব্যবহার করা হয়েছে সুতি কাপড়। আর রয়েছে স্ক্রিনপ্রিন্ট, টাই-ড্রাই, এম্বয়ডারী, এ্যাপলিক এর। সব পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে ভালোবাসার সমার্থক নানান মোটিফ। সুতরাংবিশ্ব ভালোবাসাদিবসে ক্রেতারা সহজেই প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন বিশ্বরঙ উপহার সামগ্রীর মাধ্যমে। 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment