ব্রণ আক্রান্ত ত্বকের জন্য ফেইস মাস্ক

প্রাকৃতিক উপাদানের সাহায্যে দ্রুত ব্রণের সমস্যা দূর করা যায়।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন থেকে দ্রুত ব্রণ কমানোর কয়েকটি ফেইস প্যাক তৈরির পন্থা এখানে দেওয়া হল।

বেইকিং সোডার ফেইস মাস্ক

ব্রণ প্রবণ ত্বকের জন্য বেইকিং সোডা সবচেয়ে ভালো। এটা তাৎক্ষনিকভাবে ব্রণ কমায়, ত্বকের তেল নিয়ন্ত্রণে রাখে এবং দাগ দূর করে।

চন্দনের গুঁড়া, গোলাপ জল ও বেইকিং সোডা মিশিয়ে ফেইস প্যাক তৈরি করুন। এই প্যাক দ্রুত ব্রণ সারায়, ফোলাভাব ও ব্যাথা দূর করে।

উপকরণ: এক টেবিল-চামচ বেইকিং সোডা। এক টেবিল-চামচ চন্দনের গুঁড়া। গোলাপ জল।

পদ্ধতি: একটি পাত্রে বেইকিং সোডা ও চন্দনের গুঁড়া মিশিয়ে পর্যাপ্ত গোলাপ জল যোগ করে পেস্ট তৈরি করুন। প্যাক ত্বকে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লেবু ও মধুর ফেইস প্যাক

লেবু মৃত কোষ দূর করার পাশাপাশি লোমকূপ পরিষ্কারের মাধ্যমে ত্বক উজ্জ্বল করে। ভিটামিন সি ত্বক সুস্থ রাখে। মধু ত্বক উজ্জ্বল ও আর্দ্র রাখতে সাহায্য করে।

উপকরণ: একটি লেবু  ও দুই টেবিল-চামচ মধু।

পদ্ধতি: একটা পাত্রে সম্পুর্ণ লেবু রস করে নিন। এরপর দুই টেবিল-চামচ মধু যোগ করে ত্বকে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

হলুদের ফেইস মাস্ক

ব্রণ দূর করে এবং ত্বক ফর্সা করতে পারে হলুদ। এটা সংক্রমণ রোধী এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। যা ব্রণ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করে।

উপকরণ: দুএক চামচ টক দই। আধা চা-চামচ হলুদ।

পদ্ধতি: একটি পাত্রে দই ও হলুদ মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment